হামাসের হুঁশিয়ারি
প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরে ইসরাইল-বিরোধী অভিযান জোরদার করবে
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান মারাত্মক আগ্রাসনের মধ্যে অভিযান জোরদার করবে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, "ভৌগোলিক পরিধি এবং গুণগত মান বিবেচনায় নিয়ে পশ্চিম তীরে ইহুদিবাদী অভিযান জোরদার করার জন্য সিদ্ধান্ত হয়েছে।"
পশ্চিম তীরে ইসরাইলি ভয়াবহ অভিযানের মধ্যে হামাসের এ কর্মকর্তা বলেন, অধিকৃত অঞ্চলে প্রতিরোধকামী সংগঠনগুলোর শক্তি বেড়ে যাওয়ায় ইসরাইলের জন্য তা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তিনি বলেন, “পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধারা একটি অনন্য জাতীয় ঐক্যমত্য গড়ে তুলেছে।"
বাদরান পশ্চিম তীরে প্রতিরোধকামী সংগঠনগুলোকে ধ্বংস করার জন্য ইসরাইলের পরিকল্পনা সম্পর্কে বলেন, আগের মতো এই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পারবে না বরং ব্যর্থ হবে কারণ পশ্চিম তীরের বেশিরভাগ যোদ্ধা যুবক।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।