ইসরাইল ও ইউক্রেন দৃশ্যত বিশাল অঞ্চলকে যুদ্ধের ভেতরে আনতে চাইছে
https://parstoday.ir/bn/news/event-i141214-ইসরাইল_ও_ইউক্রেন_দৃশ্যত_বিশাল_অঞ্চলকে_যুদ্ধের_ভেতরে_আনতে_চাইছে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন এবং ইহুদিবাদী ইসরাইল উভয়ই অন্যের খরচে নিজস্ব সমস্যা সমাধানের জন্য বড় আঞ্চলিক যুদ্ধের জন্ম দেয়ার চেষ্টা করছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন এবং ইহুদিবাদী ইসরাইল উভয়ই অন্যের খরচে নিজস্ব সমস্যা সমাধানের জন্য বড় আঞ্চলিক যুদ্ধের জন্ম দেয়ার চেষ্টা করছে।

গতকাল (শনিবার) প্রচারিত আরটি’র আনা নিশেঙ্কোর সাথে একান্ত সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষ কূটনীতিক একথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান সংকট একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ল্যাভরভ বলেন, ইসরাইলই কার্যকরভাবে একমাত্র পক্ষ যা এই ধরনের সংঘাত চাইছে।

ল্যাভরভ বলেন, মনে হয় এই ধরনের ঘটনা চায় একমাত্র ইসরাইল। সম্ভবত তারাই এটা চায় যারা জটিল রাজনীতিতে পারদর্শী এবং তারা তা লুকিয়েও রাখে না।" 

তিনি আরো বলেন, "সম্ভবত ইসরাইল এই পরিস্থিতির সুযোগ নিয়ে হামাস এবং হিজবুল্লাহর সাথে এবং সিরিয়া ও ইরাকে ইরানপন্থী সংগঠনগুলোর সাথে তাদের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করতে চায়।"

মন্ত্রী বলেন, মনে হচ্ছে তেহরান এই ধরনের সংঘাত এড়াতে চায় এবং কোনো বড় মাপের সামরিক সংঘাতে জড়াতে চায় না।"

ইসরাইলের আচরণে ইউক্রেনের সাথে উল্লেখযোগ্য মিল রয়েছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, কিয়েভ স্পষ্টতই মস্কোর সাথে সরাসরি সংঘর্ষে তার পশ্চিমা সমর্থকদের টেনে আনতে চাইছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।