ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i141220-ভারত_চাইলে_শেখ_হাসিনাকে_ফেরত_দিতে_পারে_বাংলাদেশের_পররাষ্ট্র_উপদেষ্টা
বাংলাদেশেরসাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৮:৫৭ Asia/Dhaka
  • মো. তৌ‌হিদ হোসেন
    মো. তৌ‌হিদ হোসেন

বাংলাদেশেরসাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মো. তৌ‌হিদ হোসেন বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে। ভারত ফেরত দেবে কি না সেটা তাদের বিষয়। চুক্তি আছে, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কীভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয় (আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়) তা‌কে (শেখ হা‌সিনা) ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।"

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, "যদি আইন-আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য, তখন আমরা চেষ্টা করব।"  

ভারতে শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছেন- জান‌তে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, "এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোম্যাটিকালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন, কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।"

বাংলা‌দে‌শে ভারতীয় প্রকল্প প্রস‌ঙ্গে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, "চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে।"

বাংলা‌দে‌শে ভারতবিরোধী মনোভাব তৈ‌রি হ‌য়ে‌ছে। সেজন্য ভারতীয়‌দের মধ্যে এক ধর‌নের আতঙ্ক আছে। বিষয়‌টি নি‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, "এক ধরনের ভীতির মধ্যে আছেন, সেটি না ব‌লে আতঙ্ক বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরি‌য়ে আসতে পারবেন।"

ভারতের সঙ্গে হওয়া বিগত সরকা‌রের সবশেষ সম‌য়ে করা সম‌ঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না- জানতে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, "এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি তো আমরা দেখতেই পারি। স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব।"

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো বিমানে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।