গাজাজুড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলের ৭০ শতাংশ ‘ধ্বংস বা ক্ষতিগ্রস্ত’
https://parstoday.ir/bn/news/event-i141288-গাজাজুড়ে_জাতিসংঘ_পরিচালিত_স্কুলের_৭০_শতাংশ_ধ্বংস_বা_ক্ষতিগ্রস্ত’
ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এ পর্যন্ত জাতিসংঘ পরিচালিত স্কুলের ৭০ শতাংশ 'ধ্বংস বা ক্ষতিগ্রস্ত' হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৮:৫৮ Asia/Dhaka
  • গাজাজুড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলের ৭০ শতাংশ ‘ধ্বংস বা ক্ষতিগ্রস্ত’

ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এ পর্যন্ত জাতিসংঘ পরিচালিত স্কুলের ৭০ শতাংশ 'ধ্বংস বা ক্ষতিগ্রস্ত' হয়েছে।

আনরোয়ার কমিশনার-জেনারেল গতকাল (সোমবার) সামজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, যে স্কুলগুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলো উদ্বাস্তু পরিবারগুলোর আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, "এসব স্কুল লেখাপড়ার কাজে ব্যবহার করা যাবে না। যুদ্ধবিরতি না হলে, শিশুরা শিশুশ্রম এবং সশস্ত্র সংগঠনে নিয়োগ এমনকি শোষণের শিকার হতে পারে।  

ফিলিপ লাজারিনি আরো বলেন, "শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে, তত বেশি একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।"

জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, এই অঞ্চল জুড়ে আনরোয়া পরিচালিত স্কুলগুলোতে শিশুরা তাদের নতুন স্কুলের শিক্ষাক্রম শুরু করেছে, কিন্তু গাজায় সেটি করা যায়নি। 

আনরোয়ার প্রধান বলেন, ইসরাইলের বর্বর আগ্রাসনের মধ্যে গাজা উপত্যকায় ছয় লাখ শিশু গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতরে বসবাস করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩