ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ বরখাস্ত; ৪ মন্ত্রীর পদত্যাগ
(last modified Wed, 04 Sep 2024 11:31:46 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৭:৩১ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

নিজের মন্ত্রিসভায় ব্যাপকভাবে শুদ্ধি অভিযান চালিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নিজের ডেপুটি চিফ অব স্টাফকে বরখাস্ত করার পাশাপাশি চার চারজন মন্ত্রীর পদত্যাগপত্র একসঙ্গে গ্রহণ করেছেন।

মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তর নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে জানায়, ডেপুটি চিফ অব স্টাফ রোস্তিস্লাভ শুরমাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে বরখাস্ত করার কারণে জানানো হয়নি। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে একের পর এক ব্যর্থতার কারণে ইউক্রেনে এরকম পদত্যাগ ও বরখাস্তের ঘটনা নিয়মিত ঘটছে।

ডেপুটি চিফ অব স্টাফকে বরখাস্ত করার কিছুক্ষণ পর ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার এক ফেসবুক পোস্টে একজন উপ প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগের খবর জানান। তিনি বলেন, উপ প্রধানমন্ত্রী ওল্গা স্টেফানচুক, কৌশলগত শিল্পমন্ত্রী আলেক্সান্ডার কামিশিন, আইনমন্ত্রী ডেনিস মালিউস্কি এবং পরিবেশ সুরক্ষামন্ত্রী রাসলান স্ট্রিলেটস একযোগে পদত্যাগ করেছেন।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবোসহ আরো কয়েকজন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি এ পর্যন্ত বহু রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন। গত গ্রীষ্মে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় এক লাখ ৬০ হাজার সেনার প্রাণহানির পর সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে দিয়েছিলেন জেলেনস্কি।

মন্ত্রিসভায় বড় ধরনের শুদ্ধি অভিযানের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাওয়ার আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৪

 

ট্যাগ