রাশিয়ার ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন
(last modified Fri, 20 Sep 2024 10:08:59 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১৬:০৮ Asia/Dhaka
  • ড্রোন কারখানায় ভ্লাদিমির পুতিন
    ড্রোন কারখানায় ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় ১৪ লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন ব্যবহৃত হবে বলে ধারনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক-শিল্প কমিশনের বৈঠকে বক্তব্য রাখছিলেন।  তিনি বলেন, ২০২৩ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ ৪০ হাজার ড্রোন সরবরাহ করা হয়েছে।  পুতিন বলেন, চলতি বছর এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাচ্ছে রাশিয়া। দু’দেশের মধ্যকার প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ।

লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন এ সম্পর্কে বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০

ট্যাগ