আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরাইল’
(last modified Thu, 05 Sep 2024 03:34:59 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০২৪ ০৯:৩৪ Asia/Dhaka
  • আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরাইল’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি-প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইসরাইলি বন্দীদের জীবন আরো হুমকির মুখে পড়বে।

ইসরাইলে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে।

ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, "নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরাইল।"

হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে আল-আকসা স্টর্ম অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায়। সামরিক যুদ্ধবিরতির আওতায় কয়েকজন মুক্তি পেলেও এখনো হামাসের হাতে একশর বেশি বন্দী রয়েছে। সম্প্রতি ইসরাইল বিমান হামলায় গাজার রাফাহ এলাকায় অন্তত ছয় বন্দী মারা গেছে। এ নিয়ে ইসরাইলে চলছে ব্যাপক বিক্ষেভ-প্রতিবাদ।

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ