‘ইরানি প্রতিশোধের ব্যাপারে ইসরাইলের সন্দেহ করা উচিত নয়’
(last modified Thu, 05 Sep 2024 07:51:51 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০২৪ ১৩:৫১ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর কোঅর্ডিনেশন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি
    ইরানের সশস্ত্র বাহিনীর কোঅর্ডিনেশন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি

তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ হত্যাকাণ্ডের প্রতিশোধের বিষয়ে ইরানের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে ইসরাইলের সন্দেহ করা উচিত নয়। একথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ফর কোঅর্ডিনেশন ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি।

গতকাল (বুধবার) উত্তর-পশ্চিম ইরানের কুমেলেহ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "ইহুদিবাদী শত্রুদের স্বপ্ন দেখা উচিত নয় যে, ইরান এই নৃশংসতার জবাব দেবে না। কারণ ইসলামী প্রজাতন্ত্র এরইমধ্যে তার মাটি ও জলসীমা লঙ্ঘনের জবাব দেয়ার জন্য তার সমস্ত সক্ষমতা ব্যবহারের ইচ্ছা প্রমাণ করেছে।"

জেনারেল আবদুল্লাহি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি মন্তব্যের উদ্ধৃতি দেন যেখানে ইসলামী বিপ্লবের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে, হানিয়ার হত্যাকাণ্ডের "কঠোর জবাব" দেয়া হবে।

শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি আরো বলেন, "প্রতিশোধমূলক হামলার সময় ঠিক করবেন সর্বোচ্চ নেতা এবং দেশের সিনিয়র কমান্ডাররা।

তিনি বলেন, ইরানের নিরাপত্তা, শক্তি এবং অগ্রগতি হচ্ছে দেশের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ফসল।

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ