আরজি কর হাসপাতাল কাণ্ড
ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ
ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়। সেই মামলায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে বিচারক বিরক্তির সুরে প্রশ্ন করেন, ‘তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব?’
মামলার শুনানি শুরু হওয়ার পর দীর্ঘক্ষণ সিবিআইয়ের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সিবিআইয়ের পক্ষ থেকে শুনানিতে ছিলেন একজন সহকারী তদন্তকারী কর্মকর্তা। পরে অবশ্য সিবিআইয়ের আইনজীবী আদালতে পৌঁছান। অভিযুক্তকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, আরজি কর-কাণ্ডের এক মাসের মাথায় আবার দিন বদলের ডাক দিলেন রিমঝিম সিংহের মেয়েরা। গত ১৪ অগস্ট রাতে রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন। সেই রিমঝিমদের ডাকেই আবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সংস্কৃতি জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে রিমঝিম জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।
অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার ধরনায় বসবেন আনিসের বাবা সালেম খান। শ্যামবাজারে ধরনায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে ধরনায় বসার অনুমতি দেন হাইকোটের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি আনিস খান হয়ে উঠেছিল রাজ্যের অন্যতম আলোচনার বিষয়। অভিযোগ ছিল, পুলিশকর্মীরা তার খোঁজে বাড়িতে গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়ায় তার মৃত্যু হয়। যদিও তদন্তে উঠে আসে অন্য তথ্য। জানা যায়, পালাতে গিয়ে ছাদ থেকে পড়েই আনিসের মৃত্যু হয়।#
পার্সটুডে/জিএআর/৬