ইহুদিবাদী শাসকগোষ্ঠী ধ্বংসের দিকে যাচ্ছে: তেহরানের জুমার খতিব
https://parstoday.ir/bn/news/event-i141380-ইহুদিবাদী_শাসকগোষ্ঠী_ধ্বংসের_দিকে_যাচ্ছে_তেহরানের_জুমার_খতিব
পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ইহুদিবাদী শাসকগোষ্ঠী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৮:২৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ইহুদিবাদী শাসকগোষ্ঠী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের নির্যাতিত জনগণের সমর্থনে বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি অপরাধী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ব্যাপারে ওই মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলায় নিহত ৪০ হাজার শিশু নিহতের কথা উল্লেখ করেন। তিনি বলেন: ইহুদিবাদী জল্লাদদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে গণবিক্ষোভ দেখা দিয়েছে তা থেকে বোঝা যায় ইসরাইল পতনের মুখে রয়েছে। বরং বলা ভালো এই অবৈধ সরকার নিশ্চিহ্ন হবার পথে রয়েছে।

তেহরানের জুমার খতিব বলেন ইহুদিবাদী সরকার বর্তমান বিশ্বের দৃশ্যপট থেকে উধাও হওয়া উচিত। তিনি আরও বলেন: গাজায় যে অপরাধ সংঘটিত হচ্ছে তা প্রমাণ করে যে ইহুদিবাদী ইসরাইল একটি হত্যাকারী, দুর্নীতিবাজ, যুদ্ধবাজ এবং রক্তপিপাসু অবৈধ সরকার।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।