'দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি'
(last modified Wed, 11 Sep 2024 10:58:54 GMT )
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৬:৫৮ Asia/Dhaka
  • 'দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি'

বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বলেছে, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে।

আজ (বুধবার) র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। জাতি-ধর্ম-বর্ণ–দলনির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব, অনুষ্ঠান পালন করে থাকে। উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র‍্যাব অঙ্গীকারবদ্ধ।

জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র‍্যাবের সব ব্যাটালিয়নকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক।

র‍্যাব বলছে, বিভিন্ন সময় গ্রেপ্তার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে আবার যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে জন্য সংস্থাটি কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে। জঙ্গিবাদ দমনে আগের মতো ভবিষ্যতেও র‍্যাব ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে।#

পার্সটুডে/জিএআর/১১

ট্যাগ