ইউক্রেনকে ন্যাটোর দূরপাল্লার অস্ত্র দেয়ার অর্থ 'রাশিয়ার সাথে যুদ্ধ'
(last modified Fri, 13 Sep 2024 08:29:06 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৪:২৯ Asia/Dhaka
  • ইউক্রেনকে ন্যাটোর দূরপাল্লার অস্ত্র দেয়ার অর্থ 'রাশিয়ার সাথে যুদ্ধ'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার অর্থ হলো রাশিয়ার সাথে ন্যাটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া।

যখন আমেরিকা ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করছেন তখন পুতিন এই মন্তব্য করলেন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করা হলে ইউক্রেন এসব অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করতে পারবে। এমন হামলা চালানোর জন্য কিয়েভ আড়াই বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে।

পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে বলেন, "পশ্চিমা অস্ত্র ব্যবহারের নীমিতালায় পরিবর্তন আনা হলে তা উল্লেখযোগ্যভাবে সংঘাতের প্রকৃতিকে বদলে দেবে। এর অর্থ হবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো দেশগুলো রাশিয়ার সাথে যুদ্ধ করছে। যদি তাই হয়, তবে সংঘাতের ধরণ বিবেচনায় নিয়ে আমরা যে হুমকির মুখোমুখি হব তার ভিত্তিতে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।"#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ