উ. কোরিয়া প্রথমবারের মতো প্রকাশ্যে আনলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা
https://parstoday.ir/bn/news/event-i141578-উ._কোরিয়া_প্রথমবারের_মতো_প্রকাশ্যে_আনলো_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_স্থাপনা
উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে দেশটির নেতা কিম জং-উন পারমাণবিক স্থাপনাটি পরিদর্শন করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৪:৩৩ Asia/Dhaka
  • উ. কোরিয়া প্রথমবারের মতো প্রকাশ্যে আনলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা

উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে দেশটির নেতা কিম জং-উন পারমাণবিক স্থাপনাটি পরিদর্শন করছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ (শুক্রবার) এ খবর দিয়েছে তবে সংস্থাটি স্থাপনা পরিদর্শনের কোনো তারিখ প্রকাশ করেনি। 

কেসিএনএ জানিয়েছে, আত্মরক্ষার জন্য দেশের পারমাণবিক অস্ত্রাগার ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম জং উন।

উত্তর কোরিয়া ২০০৬ সালে তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল কিন্তু এ পর্যন্ত কখনো প্রকাশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিবরণ প্রকাশ করেনি।

খবরে বলা হয়েছে, স্থাপনা পরিদর্শনের সময় কিম জং উন পরমাণু ওয়ারহেড এবং পারমাণবিক উপাদান উৎপাদন প্রক্রিয়ার সাথে পরিচিত হন।

কেসিএনএ বলেছে, "উৎপাদন প্রক্রিয়ার সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন।"#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন