ইউক্রেনকে অস্ত্র দেয়ার অভিযোগ
'অগঠনমূলক মন্তব্যের' জন্য ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ, ফরাসি, ডাচ এবং জার্মান দূতাবাসের প্রধানদের তলব করেছে। ইউরোপীয় কর্মকর্তাদের "অগঠনমূলক মন্তব্যের" প্রতিবাদ করার জন্য এই চার দেশের দূতাবাস প্রধানকে তলব করা হয়।
ইউরোপীয় এই দেশগুলো অভিযোগ করেছে যে, ইউক্রেন যুদ্ধে ইরান হস্তক্ষেপ করছে এবং রাশিয়াকে অস্ত্র দিয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক মজিদ নিলি আহমেদাবাদী "কিছু ইউরোপীয় দেশের কূটনীতিকদের ডেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ধ্বংসাত্মক মন্তব্য ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন।"
এর আগে গত মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এক বিবৃতিতে বলে, "ইরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রপ্তানি করেছে এবং রাশিয়া তা সংগ্রহ করেছে।" এজন্য তারা ইরানের সাথে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণা করেছে যে, জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করবে।
নিলি আহমেদাবাদী ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইরানের ঘোষিত স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, "আগেও জোর দিয়ে বলা হয়েছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এমন যে কোনো দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।"#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩