সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৮:১৭ Asia/Dhaka
  • জামিন পেলেন কেজরিওয়াল, জোটের নেতাদের সন্তোষ প্রকাশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। আবগারি(মদ) নীতি মামলায়  ঘুষ নেওয়া ও টাকা পাচারের অভিযোগে ছয়মাস জেলবন্দি থাকার পর আজ সুপ্রিম কোর্ট জামিন দিল। কেজরিওয়ালকে প্রথমে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনকে ‘সত্যের জয়’ বলে অভিহিত করেছে আম আদমি পার্টি (আপ)। আর ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা বলেছে, শুধু ইডি, সিবিআই ও আয়কর বিভাগেরই নয়, যারা তাদের দিয়ে এ ধরনের ষড়যন্ত্র করে আসছে, সুপ্রিম কোর্টের রায় তাদের গালেও এক বড় থাপ্পড়।

সুপ্রিম কোর্ট

রায় দেওয়ার সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ইডি, সিবিআইয়ের তদন্ত পদ্ধতির কড়া সমালোচনা করেন।

জামিনের রায় জানার সঙ্গে সঙ্গেই কেজরিওয়ালের স্ত্রী সুনীতা দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে ‘এক্স’–এ লেখেন, ‘কঠিন সময়ে শক্ত অবস্থান গ্রহণের জন্য আম আদমি পার্টির সব নেতা–কর্মীকে অভিনন্দন। আশা করি আমাদের সব নেতাই মুক্তি পাবেন।’

এর পরই প্রতিক্রিয়া জানান কেজরিওয়ালের মতোই জেলে থাকা ও জামিন পাওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি লেখেন, পরাজয় ঘটল মিথ্যা ও ষড়যন্ত্রের। সত্যের শক্তি ভেঙে দিল স্বৈরতান্ত্রিক শাসকের জেলখানার তালা।’

আম আদমি পার্টি ছাড়াও ইন্ডিয়া জোটের বহু দল সুপ্রিম কোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। এনসিপি নেতা শরদ পাওয়ার, আরজেডির সংসদ সদস্য মনোজ ঝা, কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/জিএআর/১৩

ট্যাগ