‘গাজায় কোনো ইসরাইলি সেনা থাকতে পারবে না’
ফিলিস্তিনিদের দাবি মেনে না নিলে যুদ্ধবিরতি চুক্তি কাজ করবে না: হামাস
ফিলিস্তিনি জনগণের দাবি মেনে না নিলে গাজা উপত্যকায় কোনো যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস’সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা’ জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, আরব লিবারেশন ফ্রন্ট এবং প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।
এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে এখান থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কাজ করবে না।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাসের নেতৃত্বে এই তিন প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সে বৈঠকে নেতৃবৃন্দ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এই অভিমত প্রকাশ করেছেন।
এদিকে হামাসের শীর্ষস্থানীয় নেতা আব্দুর রহমান শাফাত গাজা-মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরাইলি সেনা উপস্থিতি ধরে রাখার কঠোর বিরোধিতা করেছেন।
ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও ফিলাডেলফি করিডোরে ইসরাইলি সেনা মোতায়েন ধরে রাখার দাবি জানানোর পর শাফাত এ বক্তব্য দিলেন।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।