আব্বাস আরাকচির মন্তব্য
‘আলোচনা করতে ইরান আমেরিকার জন্য বসে থাকবে না’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সাথে তেহরান যোগাযোগ শুরু করবে এবং আলোচনা শুরুর বিষয়ে আমেরিকার জন্য অপেক্ষা করবে না।
গতকাল (রোববার) এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। আরাকচি বলেন, “আমাদের স্বার্থ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ আমরা কোনো চুক্তির ব্যাপারে সম্মত হব না। আলোচনার অপরপক্ষ কে সেটা কোনো বিষয় না, আমরা দেখব আমাদের স্বার্থ নিশ্চিত হচ্ছে কিনা।”
আব্বাস আরাকচি বলেন, “মার্কিনদের নিজেদের শর্ত থাকতেই পারে। আলোচনার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে ইবরাহিম রায়িসির সরকার যোগাযোগ ছিল এবং আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে সেই যোগাযোগ অব্যাহত রাখব। তবে বাস্তবতা হচ্ছে আমেরিকা এই মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত নয়। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য আর বেশি সময় নেই। কোনো দেশই এরকম সময় কোনো সিরিয়াস আলোচনায় যুক্ত হতে চায় না এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সে কারণে প্রয়োজন হলে আমরা ইউরোপীয়দের সাথে যোগাযোগ শুরু করব এবং আমেরিকার জন্য আমরা অপেক্ষা করবো না।”
আব্বাস আরাকচি বলেন, “ইউরোপীয়দেরকে ইরানের উদ্বেগকে বুঝতে হবে। যদি তাদের কোন উদ্বেগ থাকে তাহলে আমাদেরও উদ্বেগ আছে।”
তিনি বলেন, ইউরোপ যদি সত্যিই রাশিয়ায় উন্নতমানের ক্ষেপণাস্ত্র রপ্তানি করার ব্যাপারে উদ্বিগ্ন থাকে তাহলে তারা বিষয়টি নিয়ে ইরানের সাথে আলোচনা করতে পারে, নিষেধাজ্ঞা কোনো সমাধান আনবে না। তারা যদি একতরফাভাবে সমাধান করতে চায় সেটাও সম্ভব না। আরাকচি পরিষ্কার করে বলেন নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ হয়েছে।
সম্প্রতি ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স অভিযোগ করেছে যে, ইরান রাশিয়ার কাছে উন্নতমানের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এ ঘটনায় আমেরিকা এবং তিন ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬