গাজায় বিমান হামলায় ৩ বন্দী নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i141696-গাজায়_বিমান_হামলায়_৩_বন্দী_নিহত_হওয়ার_কথা_স্বীকার_করল_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী স্বীকার করেছে যে, গত নভেম্বর মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের বিমান হামলায় তিন ইসরাইলি বন্দী নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১৪:৪৭ Asia/Dhaka
  • গাজায় বিমান হামলায় ৩ বন্দী নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী স্বীকার করেছে যে, গত নভেম্বর মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের বিমান হামলায় তিন ইসরাইলি বন্দী নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। 

গতকাল (রোববার) ইসরাইলি সামরিক বাহিনী একটি তদন্তের উপসংহার বলেছে, বিমান হামলায় নিক বেইজার, রন শেরম্যান এবং এলিয়া টোলেডানো নামে তিন বন্দীর নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে এই তিন বন্দীর লাশ ইসরাইল ফেরত নিয়েছিল। 

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তিন বন্দীর মৃতদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখানে বিমান হামলা এবং তার ক্ষয়ক্ষতি ও প্রভাব এবং বিমান হামলার ধরণ, গোয়েন্দা তথ্য ও প্যাথোলজিক্যাল রিপোর্ট বিশ্লেষণ করে তারা এমন সিদ্ধান্তে আসতে পেরেছে।

ইসরাইলি বাহিনী বলেছে, বিমান হামলার কারণে ওই তিন বন্দীর মৃত্যুর উচ্চ সম্ভাবনা রয়েছে তবে নিশ্চিত করে এটি বলা যাচ্ছে না। বন্দী হত্যার বিষয়ে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার প্রচণ্ড চাপের মুখে রয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে নজিরবিহীন অভিযান চালায়। সে সময় গাজার যোদ্ধারা অন্তত ২৫১ জন ইসরাইলি বসতি স্থাপনকারীকে গাজায় ধরে নিয়ে যায় যাদের মধ্যে এখনো অন্তত ৯৭ জন হামাসের হাতে বন্দি রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬