‘ইয়েমেন হিজবুল্লাহর জন্য হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত’
https://parstoday.ir/bn/news/event-i141722-ইয়েমেন_হিজবুল্লাহর_জন্য_হাজার_হাজার_প্রশিক্ষিত_যোদ্ধা_পাঠাতে_প্রস্তুত’
হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইয়েমেন প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় "হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা" পাঠাতে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৪:০৩ Asia/Dhaka
  • ‘ইয়েমেন হিজবুল্লাহর জন্য হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত’

হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইয়েমেন প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় "হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা" পাঠাতে প্রস্তুত রয়েছে।

আনসারুল্লাহর গণমাধ্যম বিষয়ক কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমের গতকাল (সোমবার) ফিলিস্তিনি শেহাব বার্তা সংস্থাকে একথা বলেছেন।

তিনি আরো বলেন, “ফিলিস্তিনের প্রতিরোধ লড়াইয়ে আমরা আমাদের ভাইদের যেভাবে সমর্থন করি আমরা হিজবুল্লাহকেও একইভাবে সমর্থন করব।”ইসরাইল যখন লেবাননের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে তখন আনসারুল্লাহ আন্দোলন যোদ্ধা পাঠানোর ঘোষণা দিল।

৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানো শুরু করলে ইয়েমেনের সামরিক বাহিনী অসংখ্য হামলা চালিয়ে আসছে।হিজবুল্লাহ যোদ্ধারাও যুদ্ধ-বিধ্বস্ত গাজাবাসীর সমর্থনে এবং লেবাননের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক শত শত হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন