যুদ্ধমন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করতে যাচ্ছেন ক্ষিপ্ত নেতানিয়াহু
(last modified Tue, 17 Sep 2024 14:22:59 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২০:২২ Asia/Dhaka
  • ইয়োভ গ্যালান্ট ও বেনিয়ামিন নেতানিয়াহু
    ইয়োভ গ্যালান্ট ও বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন। 

গাজা ও দক্ষিণ লেবাননে আরো বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু কিন্তু ইয়োভ গ্যালান্ট তার বিরোধিতা করে আসছেন। ইসরাইলের সরকারি টেলিভিশন চ্যানেল কেএএন গতকাল (সোমবার) ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সা'র-এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা চলছে।

কেএএন জানিয়েছে, একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগভির সামাজিক মাধ্যম এক্স পেইজে লিখেছেন যে, তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে।"

তিনি আরো বলেছেন, "আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেয়ার জন্য সঠিক ব্যক্তি নন।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৭

ট্যাগ