হিজবুল্লাহ নেতা সাফিউদ্দীনের ঘোষণা
'আমরা ভয় পাব না, পিছু হটব না; অবশ্যই জবাব দেবো'
-
সাইয়্যেদ হাশেম সাফিউদ্দীন
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দীন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলিদের ক্রমবর্ধমান মারাত্মক আগ্রাসনের মুখে দেশকে রক্ষার প্রচেষ্টায় অটল থাকবে তার সংগঠন। একইসঙ্গে তিনি ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল (বুধবার) হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান বলেন, “আমরা ইহুদিবাদী শত্রুকে বলব- আমরা ভয় পাব না এবং পিছু হটব না।”
ইসরাইল হামলায় শহীদ হিজবুল্লাহ সদস্যদের দাফন অনুষ্ঠানে সাফিউদ্দীন বলেন, "আমরা শত্রুর সমস্ত সামরিক কমান্ডারকে সতর্ক করছি যে, প্রতিরোধ আন্দোলন প্রস্তুত রয়েছে। প্রত্যেকেরই নিশ্চিত জানা দরকার যে, ইহুদিবাদী শত্রুদের ওপর হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাধান্য রয়েছে এবং শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানতে পারে।"
লেবানন জুড়ে পেজার নামেক রেডিও যোগাযোগ ব্যবস্থার বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি এবং প্রায় ৩,০০০ জন আহত হওয়ার একদিন পর হাশেম সাফিউদ্দিন এসব কথা বললেন।
তিনি বলেন, "আমরা অবশ্যই এই সন্ত্রাসী ঘটনার জবাব দেব।”#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।