লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের জন্য কলঙ্ক
(last modified Thu, 19 Sep 2024 08:28:54 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৪:২৮ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইহুদিবাদী ইসরাইলের পেজার বিস্ফোরণের ঘটনা শুধুমাত্র আমেরিকার জন্য নয় বরং দখলদার ইসরাইলের পশ্চিমা সমর্থক সবার জন্য লজ্জা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের পশ্চিমা সমর্থকরা তাদের অমানবিক এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নীতির প্রতি দায়বদ্ধতা বোধ করে না। 

গতকাল (বুধবার) তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তৃতাকালে পেজেশকিয়ান বলেন, ১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের মানবতাবোধের পতনের আরেকটি প্রমাণ এবং তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায় না।

পেজেশকিয়ান বলেন, "সাধারণত যাদের দৃষ্টিভঙ্গি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও ধ্বংসের হাতিয়ার হিসেবে মানুষের কল্যাণের জন্য তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা মানবতার পতন এবং বর্বরতা ও অপরাধপ্রবণতার আধিপত্যের প্রমাণ বহন করে। লেবাননের ঘটনাটি আবারো দেখিয়ে দিল যে, যদিও পশ্চিমা দেশগুলো ও মার্কিনিরা  দাবি করে যে, তারা যুদ্ধবিরতি চায় কিন্তু বাস্তবতা হলো তারা অন্ধ অপরাধযজ্ঞ, হত্যা এবং গুপ্তহত্যার প্রতি পূর্ণ সমর্থন দেয়।"

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি গণহত্যার শৃঙ্খল ভাঙতে মুসলিম দেশগুলোকে হাত মেলাতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ