আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি
(last modified Sat, 21 Sep 2024 13:34:35 GMT )
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, আমেরিকা এবং ব্রিটেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর জন্য কিয়েভকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়নি।

গতকাল (শুক্রবার) তিনি বলেন, আমেরিকা কিংবা ব্রিটেন কেউই রাশিয়ার ভূখণ্ডে, যেকোন লক্ষ্যবস্তুতে বা যেকোনো দূরত্বে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়নি। আমার মনে হয় সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি না দেয়। যদি তারা রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাহলে মস্কো তাকে ন্যাটোভুক্ত দেশগুলোর যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। 

গতকাল জেলেনস্কি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতির না দেয়ার কথা জানানোর পাশাপাশি তিনি দাবি করেন, পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বাড়িয়েছে যাতে রাশিয়ার সেনাদেরকে দোনবাস এলাকা থেকে দূরে রাখা যায়। পশ্চিমাদের সামরিক সহায়তা বৃদ্ধির ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন জেলেনস্কি#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ