দখলদার বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সহযোগিতা করছে সৌদি গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/event-i141886-দখলদার_বাহিনীর_ভাবমূর্তি_উজ্জ্বল_রাখতে_সহযোগিতা_করছে_সৌদি_গণমাধ্যম
ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী গাজা উপত্যকা এবং লেবাননের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে সে ব্যাপারে দখলদার বাহিনীর ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছে সৌদি রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১৩:৩৮ Asia/Dhaka
  • দখলদার বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সহযোগিতা করছে সৌদি গণমাধ্যম

ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী গাজা উপত্যকা এবং লেবাননের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে সে ব্যাপারে দখলদার বাহিনীর ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছে সৌদি রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।

ইসরাইলের সরকারি গণমাধ্যম কেএএন এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি টিভি চ্যানেলটি তাদের খবরে ইসরাইলপন্থী অভিব্যক্তি ব্যবহার করে এবং গাজা যুদ্ধে তেল আবিবের ভয়াবহ নৃশংসতা প্রতিফলিত হয়- এমন শব্দভাণ্ডার এড়িয়ে যায় যাতে ইসরাইলের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়।  

কেএএন জানিয়েছে, সৌদি চ্যানেলে প্রচারিত খবরের শিরোনাম এবং ব্রেকিং নিউজগুলোতে ইসরাইলের প্রতি পক্ষপাতিত্ব স্পষ্টভাবে প্রকাশ পায়। 

চ্যানেলটি যুদ্ধে ফিলিস্তিনিদের প্রাণহানির জন্য "শহীদ" শব্দের পরিবর্তে "নিহত" শব্দটি ব্যবহার করে। এছাড়া, দখলদার ইহুদিবাদী বাহিনীকে কখনো “দখলদার” হিসেবে উল্লেখ করে না, বরং সবসময় "ইসরাইলি সেনাবাহিনী" হিসেবে উল্লেখ করে আসছে।

জুলাই মাসে যখন ইসরাইলি বর্বর সেনারা দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে কমপক্ষে ৯০ জনকে হত্যা করেছিল, চ্যানেলটি তখন ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা উল্লেখ করেনি। এছাড়া, ওই বর্বরতার বিষয়টিতে গুরুত্ব না দিয়ে আল-আরাবিয়া হামাসের সামরিক নেতা মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে সামনে এনেছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।