ইসরাইলের গভীর অভ্যন্তরে আকস্মিকভাবে হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i141928
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতাফি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রাখবে।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১৫:২২ Asia/Dhaka
  • হাতেম-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
    হাতেম-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতাফি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রাখবে।

গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর অফিসার্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি একথা বলেন। সম্প্রতি, ইসরাইলের গভীরে ইয়েমেনের সেনারা যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মন্ত্রী তার প্রতি ইঙ্গিত করে একথা বলেন।

আল-আতাফি বলেন, সামরিক প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি প্রশিক্ষণ এবং নতুন নতুন আবিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত যাতে করে পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদেরকে নতুন করে প্রস্তুত করা যায়। 

তিনি আরো বলেন, আমরা এমন একটি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা নিয়েছি যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ বদলে দেবে এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা করবে। একইসঙ্গে আমরা ইহুদিবাদী ইসরাইলের সামরিক কাঠামো ও অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ভেঙে দেয়ার জন্য গভীর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখবো। এতে শত্রুরা আরো হামলা চালানোর আগে তাদের মূর্খতার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করতে বাধ্য হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩