জবাব দিল হিজবুল্লাহ; কয়েকটি বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা
(last modified Tue, 24 Sep 2024 07:34:14 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১৩:৩৪ Asia/Dhaka
  • জবাব দিল হিজবুল্লাহ; কয়েকটি বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইহুদিবাদী ইসরাইলের উত্তর অংশের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

লেবাননের বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এসব হামলা চালানো হয়।

হিজবুল্লাহ আন্দোলন ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা আজ (মঙ্গলবার) ইসরাইলের আফুলা শহরের পশ্চিমে মেগিদো সামরিক বিমান ঘাঁটিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর প্রকাশিত ফুটেজে দেখা যায়, এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 

হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা বন্দরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেখানে কয়েক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এছাড়া, হিজবুল্লাহ ইসরাইলের আরো দুটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ দুটি লক্ষ্যবস্তু হচ্ছে আমোস ঘাঁটি এবং লেবানন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে জিকরনে অবস্থিত বোমা তৈরির কারখানা। এর মধ্যে আমোস ঘাঁটিটি ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের প্রধান পরিবহন ও লজিস্টিক সাপোর্ট ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। 

হিজবুল্লাহ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তারা ফাদি-ওয়ান এবং ফাদি-টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র প্রায় ১০৫ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ