সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা 
(last modified Tue, 24 Sep 2024 09:10:46 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১৫:১০ Asia/Dhaka
  • সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা 

ইহুদিবাদী ইসরাইল গতকাল (সোমবার) লেবাননের বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গতকাল ইসরাইলের ওই হামলায় প্রায় ৫০০ জন শহীদ এবং ১৬০০’র বেশি মানুষ আহত হয়েছেন। 

হামলার পর নিউইয়র্কে অবস্থানরত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে বৈঠক করেন এবং ইসরাইলের বিমান হামলাকে নির্বিচারে বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা বলে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি ইসরাইলের বিরুদ্ধে লেবাননের প্রতি সমর্থন ঘোষণা করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে এবং লেবাননসহ আরব ভাইদের পাশে অবস্থান করব। 

হামলার পর গতকালই আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইহুদিবাদী ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা লেবাননের সরকার ও জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে আরব লীগ কাউন্সিলের বার্ষিক বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, লেবাননের ওপর ইসরাইলের এই হামলা পুরো অঞ্চলকে গোলযোগের মধ্যে ফেলে দেবে। তুর্কি মন্ত্রণালয় আরো বলেছে, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ফিলিস্তিন ও লেবাননের ওপর যে রক্তপাত ঘটাচ্ছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন এই রক্তপাত ঘটাতে সহযোগিতা করছে। 

ইসরাইলের হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য  নোয়েল ব্যারোট সংঘর্ষে জড়িত সব পক্ষকে আঞ্চলিক সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন এ ধরনের সংঘাত বিশেষ করে বেসামরিক লোকজনের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে।#


পার্সটুডে/এসআইবি/২৪


বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ