নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i142010-নিরাপত্তা_পরিস্থিতি_খতিয়ে_দেখতে_বৈঠকে_বসছেন_মুখ্যমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:২০ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সভাঘরে বৈঠকে সশরীরে থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তারা। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালকদের নিয়ে গত ১২ তারিখ বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই সময় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে উত্তাল ছিল রাজ্য। কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের সামনেও আন্দোলন চলছিল। উদ্ভূত টালমাটাল পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা সামলাচ্ছিলেন সিনিয়র ডাক্তাররা।

এমন পরিস্থিতি ১২ তারিখের বৈঠক বাতিল করা হয়। বলা হয়েছিল, বর্তমানে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির উদ্ভূত পরিস্থিতির কারণে এই বৈঠক পিছনো হল। সেই বাতিল হওয়া মেগা বৈঠক হবে বৃহস্পতিবার।

এরইমধ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সরানো হয়েছে স্বাস্থ্য  এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে। মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা নিয়েও তাদের একাধিক দাবিদাওয়া ছিল।

সনদে বলা হয়েছিল, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। মুখ্যসচিবের সঙ্গে সেই সব দাবি মেনে নেওয়া হয়েছিল। এবার মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।#

পার্সটুডে/জিএআর/২৫