‘পূর্ণ-মাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় ইসরাইল, জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত নয়’
(last modified Thu, 26 Sep 2024 06:32:32 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১২:৩২ Asia/Dhaka
  • ‘পূর্ণ-মাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় ইসরাইল, জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত নয়’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায়। এ অবস্থায় দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্য পদ থাকা উচিত নয়। ইসরাইল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উসকানিমূলক তৎপরতায় লিপ্ত। 

গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যাতে বিশেষভাবে লেবানন পরিস্থিতিকে গুরুত্ব দেয়া হয়। 

আব্বাস আরাকচি বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত বর্বরতার পর তারা এখন লেবাননের ওপর আগ্রাসন চালানো শুরু করেছে। তারা দেশটির নিরপরাধ সাধারণ মানুষের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে। 

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি লেবাননে হাজার হাজার পেজার এবং ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৩৯ জনকে হত্যা ও তিন হাজার মানুষকে আহত করার যে ঘটনা ঘটিয়েছে তাও তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীতিনি বলেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে যা দখলদার শক্তির সন্ত্রাসবাদের নতুন সংস্করণ

ইসরাইলের লাগাতার সন্ত্রাসবাদ ও বর্বরতার বিষয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা ও নিন্দা করেন আব্বাস আরাকচি#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ