এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
(last modified Thu, 26 Sep 2024 09:37:49 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১৫:৩৭ Asia/Dhaka
  • এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়।  

ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট জানিয়েছে, তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায়, হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উড়ছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, ড্রোন হামলায় দুইজন বসতি স্থাপনকারী আহত হয়েছে। 

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে; তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলেছে, ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

গতকাল (বুধবার) ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির বিমানঘাঁটি সহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। 

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ