বিমান হামলায় পূর্ব লেবাননে সিরিয়ার অন্তত ২৩ নাগরিক নিহত 
(last modified Thu, 26 Sep 2024 13:46:41 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১৯:৪৬ Asia/Dhaka
  • বিমান হামলায় পূর্ব লেবাননে সিরিয়ার অন্তত ২৩ নাগরিক নিহত 

ইহুদিবাদী ইসরাইলের নতুন আগ্রাসনে লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ার অন্তত ২৩ নাগরিক নিহত হয়েছেন। চলতি সপ্তাহ জুড়ে যখন ইহুদিবাদী ইসরাইলের সাথে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড লড়াই চলছে তখন সিরিয়ার উদ্বাস্তু নাগরিকদের নিহত হওয়ার এই খবর এলো। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) লেবাননের বেকা উপত্যকার বালবেক শহরের ইউনিন এলাকায় একটি তিন তলা বাড়িতে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইউনিযন শহরের মেয়রের বরাত দিয়ে এনএনএ জানিয়েছে, বিমান হামলার পর বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে সিরিয় নাগরিকদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরিয়ার চারজন এবং লেবাননের চার নাগরিক আহত হয়েছেন। 

লেবাননের স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস জানিয়েছে, তারা নয়টি মৃতদেহ উদ্ধার করে; বাকিগুলো উদ্ধার করেছেন হিজবুল্লাহর প্যারামেডিক দলের সদস্যরা।

লেবাননের রাষ্ট্রীয় সংস্থাটি আরো জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বেকা উপত্যকার কারাক শহরের ১১ জন লেবাননি নাগরিক মারা গেছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন ৯ জন।

ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপরে গত সোমবার থেকে ভয়াবহ বিমান হামলা শুরু করার পর এটি ছিল লেবাননে সবচেয়ে একক রক্তক্ষয়ী ঘটনা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৬

ট্যাগ