মুসলিম দেশগুলোর উচিত ইসরাইলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
(last modified Fri, 27 Sep 2024 08:49:54 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • মুসলিম দেশগুলোর উচিত ইসরাইলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে তাদের উচিত ইহুদিবাদী রাষ্ট্রদূতদের বহিষ্কার করে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেন, মুসলিম দেশগুলোর ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানানোর মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের উচিত গাজায় গণহত্যা বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা এবং তেল আবিবের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে এটির ধ্বংস ত্বরান্বিত করা।

তিনি গাজা উপত্যকা ও লেবাননে পাশবিকতা বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করার জন্যও মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইহুদিবাদী দখলদাররা একথা ভেবে মারাত্মক ভুল করছে যে, তারা সন্ত্রাসী কায়দায় প্রতিরোধ ফ্রন্টকে ধ্বংস করতে পারবে।  গণহত্যা চালিয়ে কিংবা বোমা মেরে প্রতিরোধের চিন্তাধারা ধ্বংস করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ