বৈরুতে যুদ্ধাপরাধ করেছে ইহুদিবাদী ইসরাইল: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i142098-বৈরুতে_যুদ্ধাপরাধ_করেছে_ইহুদিবাদী_ইসরাইল_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:১০ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি শুক্রবার রাতে এক বার্তায় বলেন, “আজ বৈরুতের দাহিয়ে এলাকায় ইহুদিবাদী বাহিনীর হামলা ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধাপরাধ যাতে ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী চরিত্র আবার বিশ্ববাসীর সামনে প্রমাণিত হলো।”

শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়ে এলাকার অন্তত ছয়টি আবাসিক ভবন বোমা হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইহুদিবাদী বিমান বাহিনী। এতে অন্তত আটজন নিহত ও ৮০ জনের বেশি মানুষ আহত হন।

পেজেশকিয়ান তার বার্তায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি লেবাননের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান।  তিনি বলেন, ইরান ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং লেবাননের জনগণ ও প্রতিরোধ অক্ষের পাশে থাকবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি ও লেবাননি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বেপরোয়া অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয়, আন্তর্জাতিক সমাজ ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। 

তিনি বলেন, এই পাশবিকতা আরেকবার প্রমাণ করেছে, ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরাইলের এই ভয়ানক অপরাধযজ্ঞের নিন্দা জানাতে বিশ্বের সকল দেশ বিশেষ করে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।