লেবাননের বৈরুতে ইসরাইলি হামলার বিষয়ে ইরানি নেতাদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i142106-লেবাননের_বৈরুতে_ইসরাইলি_হামলার_বিষয়ে_ইরানি_নেতাদের_প্রতিক্রিয়া
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন পর্যায়ের নেতারা লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলার বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানিয়েছেন। তারা তেল আবিবের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর যথাযথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৪:৪৫ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন পর্যায়ের নেতারা লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলার বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানিয়েছেন। তারা তেল আবিবের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর যথাযথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রাতে এক বার্তায় বলেছেন, বৈরুতের দাহিয়ে এলাকায় ইহুদিবাদী বাহিনীর হামলা ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধাপরাধ যাতে ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী চরিত্র আবার বিশ্ববাসীর সামনে প্রমাণিত হলো। ইরান ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং লেবাননের জনগণ ও প্রতিরোধ অক্ষের পাশে থাকবে। ফিলিস্তিনি ও লেবাননি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বেপরোয়া অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয়, আন্তর্জাতিক সমাজ ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন তথা মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে বলেছেন, লেবাননে যে অপরাধযজ্ঞ চলছে তাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি উপেক্ষা করা যাবে না। তিনি আরও বলেন, দখলদার ইসরাইল বৈরুতের আবাসিক এলাকায় আমেরিকার দেওয়া বাঙ্কার বিধ্বংসী বোমা দিয়ে হামলা চালিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধ সম্পর্কে বলেন, গাজায় বর্তমান গণহত্যার ভয়াবহতা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, কিন্তু তা বন্ধ করার জন্য একটি পদক্ষেপও নেওয়া হয়নি বরং ইসরাইলের অপরাধী মাফিয়ারা পুরস্কৃত হচ্ছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি লেবাননের বৈরুতে ইসরাইলি হামলার  বিষয়ে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসিকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।#  

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।