নেতাদের হত্যা করে প্রতিরোধ অক্ষের আকাঙ্ক্ষাকে দুর্বল করা যাবে না: হুথি
(last modified Sun, 29 Sep 2024 05:04:05 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১১:০৪ Asia/Dhaka
  • আব্দুল-মালিক আল-হুথি
    আব্দুল-মালিক আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ভেবে থাকে নেতা ও কমান্ডারদের হত্যা করে প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করা যাবে তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। 

সানা থেকে শনিবার এক টেলিভিশন ভাষণে হুতি আরো বলেন, আমাদের প্রিয় ভাই ও বীর যোদ্ধা নাসরুল্লাহকে হারিয়ে মুসলিম বিশ্ব অপরিসীম দুঃখ, শোক ও বেদনায় মুষড়ে পড়েছে। আমরা তাঁর শাহাদাতে তার পরিবার, হিজবুল্লাহ, লেবাননের জনগণ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী, ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের সকল স্বাধীনচেতা নাগরিককে শোক ও সমবেদনা জানাচ্ছি।

তিনি হিজবুল্লাহ প্রধানকে হারানোর ঘটনাকে সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বর্ণনা করে বলেন, নাসরুল্লাহ ছিলেন একজন মহান ও সফল নেতা যিনি ইসলামি মূল্যবোধ ও নৈতিকতাকে সবার উপরে তুলে ধরেছিলেন।

হুথি নেতা বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর পথচলা অব্যাহত থাকবে। ইসরাইলি বর্বরোচিত হামলায় প্রতিরোধ নেতাদের শাহাদাতে জীবিত কমান্ডার ও যোদ্ধাদের লড়াই করার প্রত্যয় বহুগুণে বেড়ে যায়। আনসারুল্লাহ নেতা বলেন, এখন থেকে প্রতিরোধ অক্ষ তাদের ইসরাইল-বিরোধী অভিযান আরো শক্তিশালী করবে; এক্ষেত্রে কতটা আত্মত্যাগের প্রয়োজন হয় তা মোটেও বিবেচ্য বিষয় নয়।

ইহুদিবাদী শত্রু  চলমান যুদ্ধে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না এবং এটির ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেন আব্দুল-মালিক আল-হুথি। তিনি বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের একা ফেলে যাব না। আমি তাদেরকে এ প্রতিশ্রুতি দিয়েছি যে, আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি এবং শহীদদের রক্ত বৃথা যাবে না।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

ট্যাগ