নিউ ইয়র্ক থেকে নাসরুল্লাহকে হত্যার নির্দেশের কথা বিশ্ব ভুলে যাবে না: ইরান
(last modified Sun, 29 Sep 2024 05:45:07 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১১:৪৫ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সন্ত্রাসী নির্দেশ যে নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল তা আন্তর্জাতিক সমাজ ভুলে যাবে না। তিনি শনিবার এক শোকবার্তায় আরো বলেছেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করার অপরাধে জড়িত থাকার বিষয়টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত রাখতে পারবে না।

গত শুক্রবার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানরত অবস্থায় সাইয়্যেদ নাসরুল্লাহকে হত্যা করার নির্দেশ দেন এবং ওইদিনই বৈরুতের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

ইরানের প্রেসিডেন্ট তার শোকবার্তায় বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় প্রতিরোধ অক্ষ আরো শক্তিশালী হবে এবং এই বটবৃক্ষের ডালপালা আরো বৃদ্ধি পাবে।

শহীদ হাসান নাসরুল্লাহ

পেজেশকিয়ান বলেন, হিজবুল্লাহ নেতা ছিলেন মুসলিম বিশ্বের গর্ব ও প্রতিরোধের মূর্ত প্রতীক এবং তিনি শেষ পর্যন্ত তাঁর দীর্ঘদিনের কামনা- শাহাদাতের সুউচ্চ মর্যাদায় অধিষ্টিত হয়েছেন। নাসরুল্লাহর তাজা রক্ত হিজবুল্লাহকে আরো শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ইরানের প্রেসিডেন্টের শোকবার্তায় আরো বলা হয়, সাইয়্যেদ নাসরুল্লাহর বীরত্ব, সাহসিকতা ও নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ অপ্রতুল।  তাঁর শাহাদাত নিপীড়িত মানুষের হৃদয়ে এক বিরাট ক্ষত সৃষ্টি করেছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ইসলামের ইতিহাসে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল অম্লান হয়ে থাকবে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

ট্যাগ