ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i142164-ইয়েমেনের_হুদায়দা_বন্দরে_ইসরাইলি_হামলার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী হুদায়দায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রোববার রাতে চালানো ওই হামলায় নগরীর তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হুদায়দার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ০৯:৩৯ Asia/Dhaka
  • ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান

ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী হুদায়দায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রোববার রাতে চালানো ওই হামলায় নগরীর তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হুদায়দার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি রোববার রাতেই এক বিবৃতি প্রকাশ করে বলেন, হুদায়দার বেসামরিক স্থাপনায় ইসরাইলি হামলা আরেকবার এই সরকারের মানবতাবিরোধী চরিত্র সবার সামনে উন্মোচন করে দিয়েছে।

ইয়েমেনে ইহুদিবাদী বাহিনীর বিমান হামলাকে জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার লক্ষ্যে ইয়েমেন যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন কানয়ানি।   

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক পৃষ্ঠপোষকতা নিয়ে ইহুদিবাদী ইসরাইল তার অপরাধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে তেল আবিবের ক্ষমতাসীন গ্যাংয়ের এই অপরাধযজ্ঞে মার্কিন যুক্তরাষ্ট্র সমান অংশীদার বলে তিনি মন্তব্য করেন।#        

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০