‘ফিলিস্তিন ও আল-কুদসকে মুক্ত না করা পর্যন্ত আমরা হিজবুল্লাহর পাশে থাকব’ 
https://parstoday.ir/bn/news/event-i142168
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিন এবং পবিত্র আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ইরান লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:১৩ Asia/Dhaka
  • ‘ফিলিস্তিন ও আল-কুদসকে মুক্ত না করা পর্যন্ত আমরা হিজবুল্লাহর পাশে থাকব’ 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিন এবং পবিত্র আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ইরান লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকবে।

গত শুক্রবার আমেরিকার সরবরাহ করা বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করে ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হন। এরপর গতকাল (রোববার) পাঠানো শোক বার্তায় এই সমর্থনের কথা ঘোষণা করেছেন জেনারেল ইসমাইল কায়ানি।

তিনি বলেন, হিজবুল্লাহ প্রধানের দুঃখজনক শাহাদাত ইরান, ইসলামী প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বের স্বাধীনচেতা মুক্তিকামী জনগণের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। আইআরজিসি কমান্ডার জোর দিয়ে বলেন, হাসান নাসরুল্লাহ তার সমস্ত জীবন ইসলাম ও পবিত্র কুরআনের সবচেয়ে খারাপ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাটিয়েছেন। অবশেষে উচ্চ ইসলামী মূল্যবোধ এবং ফিলিস্তিন ও লেবাননের নিপীড়িত জনগণকে সমর্থন করার পথে তার রক্ত ​​উৎসর্গ করেছেন।

জেনারেল কায়ানি বলেন, বিজ্ঞ হিজবুল্লাহ প্রধান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০