‘আমেরিকা ইসরাইলের কাছে জিম্মি’ 
(last modified Mon, 30 Sep 2024 05:19:08 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১১:১৯ Asia/Dhaka
  • ‘আমেরিকা ইসরাইলের কাছে জিম্মি’ 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরাইল লবিং করতে এতটাই সফল হয়েছে যে, ওয়াশিংটন মূলত তেল আবিবের আনুগত্য করে চলে। 

ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার বিষয়ে শনিবার টিআরটি-কে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান একথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিয়েছে যে, অবরুদ্ধ গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে তুরস্কের সবচেয়ে খারাপ আশঙ্কা সত্য হয়েছে। তিনি বলেন, “আমরা বলেছিলাম যে, যদি ইসরাইলকে থামানো না হয়, তবে তারা এই যুদ্ধকে অন্য জায়গায় নিয়ে যাবে। মনে হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দলের মধ্যে একটি ভয়াবহ ইচ্ছা রয়েছে যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা এবং তারা এই পরিকল্পনাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।” 

হাকান ফিদান আমেরিকাকে তেল আবিবের কর্মকাণ্ডের প্রতি অন্ধ সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, "আমেরিকার রাজনীতিতে ইহুদিবাদের শিকড় গেঁড়ে বসেছে।"

ফিদান বলেন, “আমেরিকার রাষ্ট্রক্ষমতা এমন একটি কাঠামোতে রূপান্তরিত হয়েছে যা ইসরাইলের সেবা করে চলেছে। বিষয়টি এখানে আর বিরক্তিকর নয় বরং দৈনন্দিন জীবনের একটি স্বীকৃত সত্য হয়ে উঠেছে। তবে এটি অবশ্যই বুদ্ধিমান মার্কিন নাগরিকদের জন্য অবিশ্বাস্য রকমের অস্বস্তিকর।"

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মার্কিন রাজনীতিবিদরা প্রচলিত ব্যবস্থার অংশ হিসেবে থাকতে চাইলে প্রকাশ্যে এই ইসরাইল তোষণ নীতির বিরোধিতা করতে পারবেন না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০

ট্যাগ