বহুবিধ অপরাধের শাস্তি পাবে ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/event-i142210
ইহুদিবাদী ইসরাইলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইসরাইলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য শাস্তি দেয়া হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০১, ২০২৪ ১০:৩৫ Asia/Dhaka
  •  বহুবিধ অপরাধের শাস্তি পাবে ইসরাইল: ইরান

ইহুদিবাদী ইসরাইলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইসরাইলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য শাস্তি দেয়া হবে।

তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং করছিলেন। লেবাননের হিজবুল্লাহ  নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কীভাবে নেবে- এমন প্রশ্নের উত্তরে কানয়ানি বলেন, “ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্তগ্রহণকারী পদক্ষেপ নেবে।”

বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরাইলকে শাস্তি দিতে পারে জানিয়ে কানয়ানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরাইলকে শাস্তি দেয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক তৎপরতার কারণে ওই পরিষদ এখন পর্যন্ত ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার কোনো পদক্ষেপ নিতে পারেনি।

কানয়ানি বলেন, গাজা উপত্যকার পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ইসরাইলি বাহিনীর হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে চায় না। আর এ অবস্থায় মার্কিন সরকার মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

অন্যান্য মুসলিম দেশ যখন গাজায় ইসরাইলি আগ্রাসন চেয়ে চেয়ে দেখছে তখন গাজা যুদ্ধের শুরু থেকে তেহরান ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করেছে। ইরান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চায় বলেও কানয়ানি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।