হিজবুল্লাহ মহাসচিবের শাহাদাতে শোক জানাতে সন্তানদের পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার কয়েক জন সন্তান লেবাননের হিজবুল্লাহর তেহরানস্থ দপ্তরে গিয়ে এই সংগঠনের প্রতিনিধি আব্দুল্লাহ সাফিউদ্দিনের সঙ্গে দেখা করে অভিনন্দন ও শোক জানিয়েছেন।
সর্বোচ্চ নেতার পক্ষ থেকে অভিনন্দন ও শোক জানাতেই তাঁরা গতকাল (মঙ্গলবার) সেখানে যান।
ইরানের সর্বোচ্চ নেতার সন্তানেরা সেখানে কুরআন তেলাওয়াত করেন এবং হিজবুল্লাহর শহীদ মহাসচিব মহান মুজাহিদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
ইরানের সর্বোচ্চ নেতা আজ এক বৈঠকে শহীদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে বলেছেন, 'এই দিনগুলোতে আমরা শোকার্ত। বিশেষকরে আমি নিজে অত্যন্ত শোকাতুর। যা ঘটেছে তা কোনো ছোট-খাটো ঘটনা নয়। জনাব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হারানো সামান্য ঘটনা নয়। এই ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে শোকগ্রস্ত করেছে।'#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।