আগামীকাল জুমার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (শুক্রবার) জুমা নামাজের ইমামতি করবেন।
রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় এই নামাজ অনুষ্ঠিত হবে। ইমাম খোমেনী (রহ.) মুসাল্লা হচ্ছে বিশাল এক ময়দান যেখানে লাখ লাখ মানুষের একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে।
জুমার নামাজের আগে সেখানে ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে প্রতিরোধের ঝাণ্ডাবাহী শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তাঁর সঙ্গীদের স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত হবে। দখলদার ইসরাইলি হামলায় সাইয়্যেদ নাসরুল্লাহর সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ব্রিগেডিয়ার জেনারেল নিলফোরুশানও রয়েছেন। স্মরণ ও শোক সভা শুরু হবে তেহরান সময় সকাল সাড়ে দশটায়।
আল-আকসা তথা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের অগ্রদূত ও ইসলামী প্রতিরোধের মহানায়ক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর প্রথম জুমা নামাজ এটি। দখলদার ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীরও খুব কাছাকাছি সময় এটি। গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান পরিচালিত হয়।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।