সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার, সাংসদ, বিধায়কের!
https://parstoday.ir/bn/news/event-i142314-সচিবালয়ের_তিনতলা_থেকে_ঝাঁপ_ডেপুটি_স্পিকার_সাংসদ_বিধায়কের!
ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। কেবল ডেপুটি স্পিকারই নন, একই ভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার, সাংসদ, বিধায়কের!

ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। কেবল ডেপুটি স্পিকারই নন, একই ভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, প্রতিবাদ জানানোর জন্যই তারা ঝাঁপ দিয়েছেন।

রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতি (এসটি)-র অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ দেখাচ্ছিলেন তাঁরা। স্লোগান দিতে দিতে হঠাৎই তারা সচিবালয়ের চার তলা থেকে ঝাঁপ দেন। তবে তিন জনেই জালে আটকে যান। পুলিশ তিন জনকেই নিরাপদে জাল থেকে উদ্ধার করেছে। ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুখতে ২০১৮ সালেই সচিবালয় চত্বরে জাল লাগানো হয়।

উল্লেখ্য, পশ্চিম মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়া অঞ্চলে ধাঙড় গোষ্ঠীর বসবাস। কয়েক বছর ধরেই তারা সরকারের কাছে তফসিলি জনজাতির তকমা চেয়ে আন্দোলন চালাচ্ছেন। গত মাসেই ধাঙড় গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন। জানিয়েছিলেন, দাবি পূরণ না হলে তাদেরও শিন্ডেকে প্রয়োজন নেই। চলতি বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে এই ঘটনাকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।#

পার্সটুডে/জিএআর/৪