বৈঠক হবে প্রধানমন্ত্রী ও স্পিকারের সাথে
ভয়াবহ উত্তেজনার মধ্যেই লেবানন গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের রাজধানী বৈরুত সফরে গেছেন। যখন ইহুদিবাদী ইসরাইলের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন আজ (শুক্রবার) সকালে আব্বাস আরাকচি বৈরুত পৌঁছান।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ এক রিপোর্টে বলেছে, “ইরানের একটি বিমান রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে যাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রয়েছেন।”
আশা করা হচ্ছে, লেবানন সফরের সময় আরাকচি দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্ট স্পিকার নাবীহ বেরির সাথে বৈঠক করবেন। এসব বৈঠকে লেবানন এবং আঞ্চলিক পরিস্থিতি ও সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করা হবে।
বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের মধ্যেই তার সফর অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকালের দিকে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলের মারিয়া এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায়। এছাড়া, ইসরাইলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ২০টি শহর থেকে বেসামরিক লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে ইহুদিবাদী ইসরাইল ওই এলাকায় স্থলাভিযান জোরদার করবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪