‘পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না ইরান’
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফর সাহসি পদক্ষেপ: রাষ্ট্রদূত
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফরকে ‘সাহসি ও শক্তিশালী’ সফর বলে অভিহিত করেছেন বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি। তিনি বলেছেন, এ সফর আঞ্চলিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
গত মাসে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে লেবানন জুড়ে চালানো পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি।
ইরানের এই সিনিয়র কূটনীতিক নিজের অফিসিয়াল এক্স পেজে লিখেছেন: “ড. আরাকচির লেবানন সফর ছিল সাহসি ও শক্তিশালী সফর এবং এ সফর আঞ্চলিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”
ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির মধ্যেও এবং লেবাননে অনবরত ইসরাইলি বিমান হামলা চলতে থাকা সত্ত্বেও শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি।
বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার এক্স পোস্টে আরো বলেন, “ইরান সব সময় প্রমাণ করেছে, দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনও আমেরিকা ও অবৈধ ইসরাইল সরকারকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। মোজতাবা আমিনি বলন, প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্বে আঞ্চলিক দেশগুলোই এ অঞ্চলের ভবিষ্যত নির্ধারণ করবে।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।