'ইরানের অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র ইসরাইলি ও পশ্চিমা প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করেছিল'
(last modified Sun, 06 Oct 2024 05:47:34 GMT )
অক্টোবর ০৬, ২০২৪ ১১:৪৭ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। (ছবি: ওয়াশিংটন পোস্ট)
    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। (ছবি: ওয়াশিংটন পোস্ট)

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১ অক্টোবর রাতে ইরানের অন্তত দুই ডজন দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলি এবং অন্যান্য পশ্চিমা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। ওই রাতের ভিডিও এবং ছবি পর্যালোচনায় দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো অন্তত তিনটি সামরিক এবং গোয়েন্দা স্থাপনা আঘাত করেছে বা কাছাকাছি অবতরণ করেছে।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইরান তার সর্বোচ্চ-গ্রেডের যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান একটি উন্নত ব্যালিস্টিক ব্যবহার করেছে যা আগে ব্যবহার করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের হামলা এবং এর আগের হামলা (১৪ এপ্রিল) উভয়ই ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে ইরানি সক্ষমতার প্রমাণ মিলেছে।   

ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, তেহরান তার সাম্প্রতিক হামলার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি গতিতে ছোটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরান ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর মধ্যে ৩২টি ইসরাইলের নেভাটিম বিমানঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। এছাড়া তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।  

মার্কিন দৈনিকটি বলেছে, ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিজ-২ অভিযানে ইরান প্রায় ১৭০টি ড্রোন এবং ১৫০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে প্রায় ৩০টি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র। বাকিগুলো ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো রকেটের মাধ্যমে উঁচু দিয়ে চালিত হয় এবং উচ্চ গতিতে নামার জন্য মাধ্যাকর্ষণ ব্যবহার করে।

ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি দেখে মনে হয়, ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রচেষ্টা ব্যর্থ করে এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার ১২ মিনিটের মাথায় সেগুলো দেড় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ইসরাইলের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানে।#

এর আগে, মার্কিন গণমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' জানিয়েছিল যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ছিল ব্যাপক বিধ্বংসী। বেশ কয়েকটি এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলের মাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

রাজনৈতিক ভাষ্যকার ফিল কেলি রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে বলেছেন, "এটা তো স্পষ্ট যে ইসরাইল কঠিন আঘাত পেয়েছে। ইরান একটি পয়েন্ট প্রমাণ করেছে যে, আয়রন ডোম এতটা সুরক্ষিত ছিল না। তারা সম্ভবত সামনে আরো কিছু প্রমাণ করতে বাধ্য হবে। কারণ আমি মনে করি, ইসরাইল উত্তেজনা বাড়াতে বদ্ধপরিকর। সে অন্যান্য পক্ষগুলোকে এই যুদ্ধের মধ্যে টেনে আনতে চায়।"

পার্সটুডে/এমএআর/৬

ট্যাগ