ইসরাইলি হুমকি উপেক্ষা করে তেল স্থাপনাগুলো পরিদর্শন করলেন ইরানি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i142362
ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ ইহুদিবাদী ইসরাইলের পাল্টা হামলার হুমকি উপেক্ষা করে দেশের দক্ষিণাঞ্চলের তেল স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। এর একদিন আগে ইসরাইল হুমকি দিয়েছিল যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৬, ২০২৪ ১২:২৬ Asia/Dhaka
  • তেল স্থাপনা পরিদর্শন করছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ
    তেল স্থাপনা পরিদর্শন করছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ ইহুদিবাদী ইসরাইলের পাল্টা হামলার হুমকি উপেক্ষা করে দেশের দক্ষিণাঞ্চলের তেল স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। এর একদিন আগে ইসরাইল হুমকি দিয়েছিল যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে।

গতকাল (শনিবার) পাকনেজাদ বুশেহর প্রদেশের আসুলিয়ে অঞ্চলের তেল স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ইরানের তেল ও গ্যাসক্ষেত্রে ইসরাইল হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছে তার সাথে এই সফরের কোনো সম্পর্ক নেই। 

তিনি বলেন, “সংকট সৃষ্টির বিষয়ে আমরা শত্রুর হুমকি নিয়ে মোটেই চিন্তিত নই এবং এই সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে।”

এদিকে, আমেরিকাভিত্তিক বহুজাতিক ব্যাংক ও বিনিয়োগ গ্রুপ গোল্ডম্যান সাচ সতর্ক করে বলেছে, ইরানের ওপর যদি কোনো রকমের হামলা হয় এবং আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের সরবরাহ বিঘ্নিত হয় তাহলে তেলের মূল্য ব্যারেল প্রতি ২০ ডলার বেড়ে যাবে। 

গোল্ডম্যান সাচ আরো বলছে, যদি ইরানি তেলের সরবরাহ বিঘ্নিত হয় তাহলে সাময়িকভাবে তেলের দাম বেড়ে প্রতিব্যারেল ৯০ ডলার বিক্রি হতে পারে এবং যদি অন্য উৎপাদনকারী দেশ ধীরে ধীরে উৎপাদন বাড়াতে থাকে তাহলেও ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত এই দাম অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬