প্রতিরোধ আন্দোলনকে ভাঙতে ব্যর্থ হয়েছে ইসরাইল
(last modified Sun, 13 Oct 2024 08:11:48 GMT )
অক্টোবর ১৩, ২০২৪ ১৪:১১ Asia/Dhaka
  • ওসামা হামদান
    ওসামা হামদান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াই করতে অক্ষম এবং তারা প্রতিরোধ আন্দোলনকে ভাঙতে ব্যর্থ হয়েছে। 

গতকাল (শনিবার) লেবানন থেকে আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওসামা হামদান। প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, দখলদাররা প্রকৃতপক্ষে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে না বরং তারা গাজার নিরপরাধ বেসামরিক লোকজনকে হত্যা করছে। প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে দখলদাররা বেসামরিক জনগণকে হত্যার মিশন বাস্তবায়ন করছে।”

যুদ্ধ শেষে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকাকে ফিলিস্তিনি কমিটি দিয়ে শাসন করবে এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে দখলদার সেনারা- তেল আবিবের এমন পরিকল্পনা সম্পর্কে ওসামা হামদান বলেন, যুদ্ধের পর কথাগুলো দিয়ে মূলত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইসরাইল। তারা প্রকৃতপক্ষে এ ধরনের কমিটি গঠন করে গাজা উপত্যকায় তাদের অনুগত একটি প্রশাসন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু হামাস তা হতে দেবে না। বরং হামাস চায় জাতীয় ঐক্যের ভিত্তিতে গাজায় একটি প্রশাসন বা কমিটি গঠন করা হবে যারা পরিস্থিতি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। 

তিনি আরো বলেন, ইহুদিবাদীরা বর্বরতা চালিয়ে পার পাবে না এবং ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধার ও তাদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৩

ট্যাগ