ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বগুড়ায় র্যালি-সমাবেশ
ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের বগুড়া শহরে র্যালি এবং বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) যোহরের নামাযের পর বগুড়া সেন্ট্রাল মসজিদ থেকে একটি র্যালিটি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহরে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসেন, ইরানের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (বাংলাদেশ শাখা) প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম এবং শিবগঞ্জের এম. এইচ কলেজের প্রভাষক মো: শাহিনুর রহমান।
সমাবেশে বক্তারা ইহুদিবাদী ইসরাইল এবং সাম্রাজ্যবাদী আমেরিকা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উপর বিশেষ করে ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের ওপর যে অমানবিক অত্যাচার চালিয়ে আসছে তার তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন।
সৌদি আরব, তুরস্ক, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যর সম্পদশালী দেশগুলো ইসরাইলের সাথে আঁতাত করার কারণে সংকট আরো প্রকট আকার ধারণ করছে বলে বক্তারা উল্লেখ করেন।
উপস্থিত ছাত্র-জনতা সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, রাজতন্ত্র, সন্ত্রাসবাদের বিপক্ষে বক্তব্য দেন এবং যুদ্ধবাজ নেতানিয়াহুর কুশপুত্তলিকা ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করেন।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবু জাফর মণ্ডল বিশ্বের সকল মুসলমানকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের শান্তিকামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংহতি র্যালির সমাপ্তি ঘোষণা করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫