আরো একটি শরণার্থী শিবির গুঁড়িয়ে দিল দখলদাররা, ২১ নারীসহ ৩৩ জন শহীদ 
https://parstoday.ir/bn/news/event-i142792-আরো_একটি_শরণার্থী_শিবির_গুঁড়িয়ে_দিল_দখলদাররা_২১_নারীসহ_৩৩_জন_শহীদ
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৩ জন শহীদ হয়েছেন যার মধ্যে ২১ জন নারী। বাকি শহীদদের সবাই শিশু বলে জানা গেছে। 
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
অক্টোবর ১৯, ২০২৪ ১৩:১৬ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত এলাকা
    গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত এলাকা

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৩ জন শহীদ হয়েছেন যার মধ্যে ২১ জন নারী। বাকি শহীদদের সবাই শিশু বলে জানা গেছে। 

গাজার গণমাধ্যম কার্যালয় গতকাল (শুক্রবার) এ খবর নিশ্চিত করে বলেছে, ইহুদিবাদীরা জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, ইহুদিবাদীদের এই হামলায় অন্তত ৭০ জন আহত হয়েছেন। মোহাম্মদ সালহা নামে একজন ডাক্তার জানান, তার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। যখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন তখনো ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়েছিলেন বলে জানান ডাক্তার সালহা। 

তিনি আরো বলেন, অপারেশন থিয়েটারগুলোর ধারণ ক্ষমতার চেয়ে বেশি আহত মানুষ হাসপাতালে ভর্তি করায় তাদের সেবা দিতে মারাত্মকভাবে বেগ পেতে হয়েছে। আহতদের মধ্যে অনেকেই পুড়ে গেছেন বলে জানান তিনি। 

ডাক্তার সালহা জানান, হাসপাতাল থেকে সেখানকার স্টাফদের চলে যাওয়ার জন্য ইসরাইল নির্দেশ দিয়েছে কিন্তু আহতদের চিকিৎসার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে স্টাফরা হাসপাতাল ত্যাগ করবেন না।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন